শিরোনামঃ
ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন

কিশোরীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ২৯ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় চা দোকানি মোর্শেদ আলম শেখের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক গোলাম কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তার ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাজ্জাত হোসেন সবুজ বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার আসামি মোর্শেদ আলম শেখ (৫০) সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় চায়ের দোকান করতেন। একই এলাকায় মামলার বাদী ভিকটিমের মা বসবাস করতেন। সেই সূত্রে আসামির সঙ্গে পরিচয় হয়। বাদীর বড় মেয়ে (১১) মামলার আসামিকে মামা বলে ডাকে এবং আসামি  তার বাসায় একা থাকতেন। মামলার আসামি প্রায়ই ভিকটিমকে ফুসলিয়ে ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করতো। সর্বশেষ ২০২২ সালের ২৮ আগস্ট মামলার আসামি ভিকটিমকে ফুসলিয়ে ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ২০২২ সালের ৩ সেপ্টেম্বর ভিকটিমের মা বাদী হয়ে রাজধানীর সবুজবাগ থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার এসআই আজমিন নাহার কিরন ২০২৩ সালের ১৭ জানুয়ারি মোর্শেদ আলমকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন।


এ জাতীয় আরো খবর...