মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

১৩ তলা ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর ইরাপুয়াতোতে ধর্মীয় উৎসব পালনের সময় অতর্কিত গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে কিশোরসহ কমপক্ষে ১১ জন নিহত হয়। আরও অনেকে আহত হন। বন্ধুদের সঙ্গে মিলে বাড়ির বাইরে পার্টিতে গিয়েছিলেন এক তরুণী। কিন্তু সেখানে গিয়ে ঘটল এক করুণ পরিণতি। নির্মাণাধীন একটি ভবনের ১৩ তলা থেকে পড়ে ওই তরুণীর মৃত্যু হয়। ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পারাপান্না আগ্রাহারা পুলিশ স্টেশনের কাছে অবস্থিত ওই ভবনটিতে বন্ধুদের সঙ্গে বুধবার রাতে পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। এক পর্যায়ে সে ভবন থেকে একটি লিফট প্রতিষ্ঠাপন করা গর্তে পড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নারী সেখানে গিয়ে রিলস ভিডিও তৈরি করার এক পর্যায়ে পড়ে যান। তবে তার ফোন থেকে কোনো ভিডিও রেকর্ডের চিত্র পাওয়া যায়নি।

জানা গেছে, ওই তরুণীর বয়স ২০ বছর। তিনি বিহারের বাসিন্দা। স্থানীয় একটি শপিং সেন্টারে কাজ করতেন তিনি।

পুলিশ ধারণা করছে, ওই নারী দুর্ঘটনাবশত ভবন থেকে পড়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...