শিরোনামঃ
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা (ভিডিও) ধেঁয়ে আসছে শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় “ঈশান ২” ভাঙ্গায় অবরোধের প্রধান সমন্বয়ক আটক ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

সুস্থ থাকতে সকালের নাশতায় রাখতে পারেন এই ৫ খাবার

নিজস্ব প্রতিবেদক / ৩০ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

দিনের শুরুটা কী খেয়ে শুরু করছেন, সেটি জানা অত্যন্ত জরুরি। দিনের প্রথম খাবারের ওপর নির্ভর করে বাকি সময় কীভাবে, কেমন কাটবে। এ জন্য সকাল বেলায় স্বাস্থ্য ও পুষ্টিকর খাবার খাওয়ার কথা বলা হয়। কিন্তু অনেকেরই অভ্যাস, দিনের শুরুতে চা কিংবা কফি পান করেন।

স্বাস্থ্য সচেতন হিসেবে ওজন বা সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইলে সকালের খাবার নিয়ে ভাবার সময় হয়েছে আপনার। তাই সকালে ভারী ও স্বাস্থ্যকর খাবার খাওয়া ভালো। আর কোন খাবারগুলো আপনার জন্য উপযুক্ত, তা নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। তাহলে সেসব জেনে নেয়া যাক।

ডিম:
এটি প্রোটিনসমৃদ্ধ খাবার। যা প্রতিদিন সকালে একটি করে খেতে পারেন। এ ক্ষেত্রে সেদ্ধ ডিম খাওয়া ভালো। এতে শরীরে শক্তি সরবরাহ হবে এবং একাধিক পুষ্টি পাবে।

গ্রিক ইয়োগার্ট:
হজম স্বাস্থ্য ভালো রাখতে গ্রিক ইয়োগার্টের তুলনা হয় না। প্রোবায়োটিক সমৃদ্ধ এই খাবার আপনার হজমের জন্য জরুরি। সকাল বেলা গ্রিক ইয়োগার্ট খেতে পারেন। এতে প্রোটিন রয়েছে। আবার ক্যালসিয়াম, ভিটামিন বি এবং ফাইবার উপাদান রয়েছে।

ওটমিল:
ওটসের মধ্যে বিটা-গ্লুকান রয়েছে, যা কোলেস্টেরল কমাতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। একাধিক রোগের ঝুঁকিও হ্রাস করে। তাই সকালে ফল ও দই দিয়ে ওটস খাওয়ার কথা বলা হয়। অনেকে অবশ্য সকালের হালকা নাশতায় অন্যান্যা উপায়েও ওটস খেয়ে থাকেন।

চিয়া সিডস:
সকাল বেলা খালি পেটে চিয়া সিডস ভেজানো পানি পান করতে পারেন। আবার চিয়া সিডসের পুডিংও খেতে পারেন। এই বীজে প্রোটিন, ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা আপনার হজমে সহায়তা, পেটের গণ্ডগোল থেকে মুক্তি, রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে।

বিভিন্ন ধরনের ফল:
সকালের নাশতায় পাকা পেঁপে ও বেরিজাতীয় ফলমূলও খেতে পারেন। পেট ভরার জন্য কলা রাখতে পারেন তালিকায়। এ ধরনের ফলে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রয়েছে। যা শারীরিক প্রদাহ হ্রাস করে এবং অন্ত্র ও ত্বকের স্বাস্থ্য ভালো করে।


এ জাতীয় আরো খবর...