নাটোরের বড়াইগ্রামে ফাঁকা মাঠে ভুট্টার শুকনা গাছ দিয়ে ঢেকে রাখা এক স্কুলছাত্রের মাথা থেতলানো লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বড়াইগ্রামের বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন মসলা মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার।
নিহত আবির হোসেন (৯) বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকার মিলন হোসেনের একমাত্র ছেলে। সে বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
আবিরের স্বজনদের বরাতে ওসি গোলাম সারওয়ার বলেন, দুপুরের খাবার খেয়ে বেলা ৩টার দিকে বাইসাইকেল নিয়ে আবির বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার দিকেও বাড়ি না ফেরায় স্বজনরা এলাকার আশেপাশে খোঁজ করে তার সন্ধান পায়নি।
পরে রাত ৮টার দিকে বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন বনলতা মসলা মিলের খোলা মাঠে তার বাইসাইকেল ও স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তার পাশেই ঘাসের উপর পড়ে থাকতে দেখা যায় রক্ত।
“এরপর আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সোয়া ৯টার দিকে মশলা মিলের পাশেই ভুট্টার শুকনা গাছ দিয়ে ঢেকে রাখা অবস্থায় শিশুটির রক্তাক্ত লাশ পাওয়া যায়।”
ওসি আরও বলেন, “ইট বা ভারী কোনো বস্তু দিয়ে মাথা থেতলে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় আবিরের বাবা মিলন হোসেন বাদি হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা করছেন। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে বলেও জানান, পুলিশের এ কর্মকর্তা।