শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

আল নাসরে রোনালদোর নতুন চুক্তি কয় বছরের

নিজস্ব প্রতিবেদক / ৩২ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যত নিয়ে গুঞ্জন শেষ হচ্ছে। আল নাসরেই থাকছেন পর্তুগিজ যুবরাজ। সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করছেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এই তথ্য।

এছাড়া ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, আল নাসরে রোনালদোর চুক্তি নবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বাকি কেবল চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা।

সিআরসেভেন নতুন চুক্তি এক বছরের জন্য করছেন। অর্থাৎ ২০২৬ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত তিনি আল নাসরে খেলতে সম্মত হয়েছেন। সঙ্গে আরও এক বছর চুক্তি নবায়নের ঐচ্ছিক শর্ত থাকছে। অর্থাৎ বিশ্বকাপের পরও খেলে যাবেন কিনা ওই সিদ্ধান্ত তুলে রেখেছেন সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানইউ ও জুভেন্টাস তারকা।

রোনালদো আল নাসর থেকে মৌসুমে ১০০ মিলিয়ন ইউরোর মতো বেতন নিতেন। নতুন চুক্তিতে তার বেতন কত হচ্ছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরের জার্সিতে ১১১ ম্যাচে ৯০ গোল করেছেন। তবে কোন শিরোপা জেতাতে না পারায় ক্লাব কর্তৃপক্ষ তার প্রতি কিছুটা নাখোস ছিল। যে কারণে ক্লাবটি তাকে ছেড়ে দিতেও চেয়েছিল। ধারণা করা হচ্ছে, সৌদি ফুটবলে রোনালদোর প্রভাবের কথা বিবেচনা করে তার সঙ্গে চুক্তি নবায়ন করছে ক্লাবটি।

রোনালদোও ছুটছে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোল করার রেকর্ডের দিকে। তিনি ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৯৩৮ গোল করেছেন। জাতীয় দল ও ক্লাবের হয়ে আর ৬২ গোল করতে পারলে তার লক্ষ্য পূরণ হয়ে যাবে। তবে বয়স হয়ে গেছে ৪০ বছর। ফিট থেকে বিশ্বকাপের পরও একটা মৌসুমে খেলে যাওয়া কঠিনই হবে তার জন্য।


এ জাতীয় আরো খবর...