রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক / ৩৫ বার
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। শনিবার (২৮ জুন) দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্যপ্রযুক্তি খাতে। ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদেরও আইটি খাতে চাকরি দেয়া হবে।

লুটেরাদের কারণে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে পড়েছে- মন্তব্য করে তিনি বলেন, দেশের ব্যবসায়ি খাতকে গোষ্ঠি ও রাজনীতির বাইরে নিয়ে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

 

আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষের মানসিকতার পরিবর্তন

পরিবর্তন হয়েছে। নতুন বাংলাদেশে আগের রাজনীতি চলবে না।

অনুষ্ঠানে সিলেট বিভাগের ব্যবসায়ী নেতৃবৃন্দ সরাসরি নিজেদের মতামত ও সংকটের কথা তুলে ধরেন। তারা বলেন, চা, আগর, পর্যটন, ফলমূল, সবজি ও পাথরসহ বিভিন্ন শিল্প সঠিক পরিকল্পনার মাধ্যমে বিশ্বমানে নিয়ে যাওয়া সম্ভব। এতে করে কর্মসংস্থান তৈরির পাশাপাশি আসবে বিপুল বৈদেশিক মুদ্রা।


এ জাতীয় আরো খবর...