শিরোনামঃ
ভাঙ্গায় অবরোধের প্রধান সমন্বয়ক আটক ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায়
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন

কাঁটা লাগা’ গার্ল শেফালির ময়নাতদন্তের রিপোর্টে যা উঠে এলো

নিজস্ব প্রতিবেদক / ৬২ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

বলিউড ও ছোট পর্দার দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া ‘কাঁটা লাগা’ গানে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। হঠাৎ করেই শেফালির মৃত্যুর খবর জানা যায় শুক্রবার (২৭) রাতে।

জুমটিভি জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে তার স্বামী দ্রুত তাকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, শেফালির মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে তার পরিবারের পক্ষ থেকে কিংবা চিকিৎসকদের তরফে কোনো বক্তব্য দেওয়া হয়নি। অন্যদিকে পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের কুপার হাসপাতালে শেফালির ময়নাতদন্ত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।  প্রাথমিক রিপোর্টে ‘সন্দেহজনক’ কিছু পাওয়া যায়নি। তবে সতর্কতামূলকভাবে আরও কিছু তদন্ত চলবে। রিপোর্টের বিষয়ে বিস্তারিত খুব শিগগির জানানো হবে।

এদিকে, শনিবার (২৮ জুন) শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে বলিউড ও টেলিভিশন জগতের অনেক তারকা উপস্থিত ছিলেন। স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েন পরাগ ত্যাগী। গণমাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে বলেন, দয়া করে এটাকে কোনো মজা বা নাটক বানাবেন না। আমার পরির জন্য সবাই প্রার্থনা করুন। ও যেন শান্তিতে থাকে, সুখে থাকে—এইটুকুই চাই। এখন দয়া করে থামুন।

মাত্র ৪২ বছর বয়সে অভিনেত্রীর এই অকাল প্রয়াণে মর্মাহত গোটা বিনোদন দুনিয়া। শেফালির হঠাৎ বিদায় তার ভক্তদের মাঝে যেমন শোকের ছায়া ফেলেছে।

প্রসঙ্গত, ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে অভিনয়ের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন শেফালি। পরবর্তীতে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ সিনেমায়ও অভিনয় করেন। ২০১৯ সালে তিনি বিগ বস ১৩-এ প্রতিযোগী হিসেবে অংশ নেন এবং সেখানেও আলোচনায় আসেন।


এ জাতীয় আরো খবর...