রাজধানীর হাজারীবাগ টেনারিমোড়ে একটি বাসার পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। রোববার (২৯ জুন) সকালে এই ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের শরীরের ৩-৪ শতাংশ পুড়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কেউ আশঙ্কাজনক নয়।
স্থানীয়রা জানান, সকালে বাসার পানির ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পাশে থাকা শিশুসহ চারজন দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতর জমে থাকা গ্যাসে আগুন ধরে বিস্ফোরণ হয়েছে।