২০২৫ সালে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ ব্যাপকভাবে বাড়ছে। বিশেষ করে জার্মানি, পোল্যান্ড, রোমানিয়া ও হাঙ্গেরিতে নির্মাণ, কৃষি, রেস্তোরাঁ ও বৃদ্ধাশ্রম খাতে দক্ষ শ্রমিকের চাহিদা বেড়েছে।
জার্মানি – “Blue Card” স্কিমের আওতায় দক্ষ বাংলাদেশিদের তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যসেবায় নিয়োগ দিচ্ছে।
পোল্যান্ড – কৃষি ও ফ্যাক্টরি খাতে বাংলাদেশিদের জন্য সহজ ভিসা প্রসেসিং চালু করেছে।
রোমানিয়া – নির্মাণ ও হোটেল ম্যানেজমেন্টে কাজের সুযোগ বেশি।
হাঙ্গেরি – ওয়ার্ক পারমিট সহজতর হয়েছে ২০২৫ সালের শুরুতে।
আবেদন করতে হলে বয়স ২১–৪৫ এর মধ্যে হতে হবে।
সংশ্লিষ্ট দেশে নিয়োগকারী প্রতিষ্ঠানের চাকরির অফার লেটার লাগবে।
IELTS বাধ্যতামূলক নয়, তবে ইংরেজিতে মৌখিক দক্ষতা থাকতে হবে।
ভিসা প্রসেসে বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র (BMET) লাগবে।
পাসপোর্ট (কমপক্ষে ১ বছরের মেয়াদসহ)
এক কপি ছবি
অফার লেটার / নিয়োগপত্র
মেডিকেল সার্টিফিকেট
পুলিশ ক্লিয়ারেন্স
দালালমুক্ত থাকুন — সরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করুন।
BMET এর ওয়েবসাইটে প্রতিনিয়ত বিজ্ঞপ্তি দেখুন: www.bmet.gov.bd
বিদেশে যাওয়ার আগে কর্মসংস্থান ভিসার ধরন যাচাই করে নিন।