আফ্রিকার দেশ কঙ্গো আবারও ভয়াবহ নৌ-দুর্ঘটনার শিকার হয়েছে। দেশটির ভিন্ন দুটি প্রদেশে পৃথক নৌ-দুর্ঘটনায় অন্তত ১৯৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, অতিরিক্ত যাত্রী বোঝাই ও খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা দুটি ঘটে।
সরকারি সূত্রে জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলের মাই-এনডোম্বি প্রদেশে। সেখানে একটি যাত্রীবাহী নৌকা ভারসাম্য হারিয়ে উল্টে গেলে ডুবে যায় শতাধিক মানুষ। নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
অন্য দুর্ঘটনাটি ঘটে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের ইটুরি প্রদেশে। নৌযানটি একটি নদীতে ডুবে যায় এবং এতে ডজনেরও বেশি যাত্রী নিখোঁজ হন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খারাপ আবহাওয়া ও প্রবল স্রোতের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারায়।
দুটি দুর্ঘটনায় মিলে মোট ১৯৩ জন নিহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তবে আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজদের সংখ্যা আরও বেশি হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং সরকার দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছে। কঙ্গোতে নিয়মিতই নৌ-দুর্ঘটনা ঘটে, কারণ দেশটিতে নৌযানগুলোতে নিরাপত্তা মানা হয় না এবং অতিরিক্ত যাত্রী বহন একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।