মিশরের রাজনৈতিক আলোচিত নাম, ব্রিটিশ-মিশরীয় কর্মী আলা আব্দেল ফাত্তাহ অবশেষে মুক্তি পেয়েছেন। দীর্ঘদিন ধরে কারাভোগের পর প্রেসিডেন্টের বিশেষ ক্ষমায় মুক্তি পান তিনি।
আলা আব্দেল ফাত্তাহ ছিলেন মিশরের অন্যতম পরিচিত উদারপন্থী কর্মী। ২০১১ সালের আরব বসন্ত আন্দোলনের সময় থেকেই তিনি গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। এর পর থেকে বারবার তাঁকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক মামলায় দণ্ড দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল ভুয়া তথ্য প্রচার, অনুমতিহীন সমাবেশ আয়োজন এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন উসকে দেওয়ার মতো অভিযোগে।
দীর্ঘ কারাভোগের সময় আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক চাপ সৃষ্টি হয় মিশর সরকারের ওপর। বিশেষ করে ব্রিটিশ সরকার, মানবাধিকার সংগঠন এবং পরিবার তাঁর মুক্তির দাবিতে অবিরাম প্রচারণা চালিয়ে যায়। অবশেষে সেই চাপের প্রেক্ষিতেই প্রেসিডেন্ট তাঁকে রাষ্ট্রীয় ক্ষমায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন।
অলা আব্দেল ফাত্তাহর মুক্তিকে মানবাধিকার সংগঠনগুলো ইতিবাচক হিসেবে দেখছে। তারা বলছে, এটি শুধু একজন কর্মীর মুক্তি নয়, বরং মিশরে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের জন্যও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।