ফের বলিউডে অঘটন—গাড়ি পার্কিংকে কেন্দ্র করে খুন হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশি। ৪২ বছরের আসিফকে বৃহস্পতিবার রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় হত্যা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে আসিফ বাড়ির সামনে রাখা একটি বাইক সরিয়ে রাখতে দুই ব্যক্তিকে অনুরোধ করেন। সেই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি, পরে হাতাহাতি। প্রথমে তারা এলাকা ছাড়লেও কিছুক্ষণ পর ফিরে এসে আসিফকে হুমকি দেয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, উদ্ধার হয়েছে খুনের অস্ত্রও।
আসিফের মুরগির মাংসের ব্যবসা ছিল এবং পরিবারে রয়েছে তাঁর দুই স্ত্রী। পরিবার জানায়, এর আগেও গাড়ি রাখাকে কেন্দ্র করে এমন বিরোধে জড়িয়েছিলেন আসিফ।
প্রথম স্ত্রী শাহিন জানান, ‘রাত ন’টা-সাড়ে ন’টার দিকে এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে বাইক রাখে। আমার স্বামী অনুরোধ করেন সেটি সরাতে। প্রথমে তারা চলে গেলেও পরে ফিরে এসে ফের হুমকি দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই প্রতিবেশী তার ভাইকে নিয়ে এসে কোপাতে থাকে।’ তিনি আরও জানান, দেওরকে ফোন দিলেও তিনি এসে পৌঁছানোর আগেই আসিফের প্রচুর রক্তক্ষরণ হয়। এ ঘটনায় বলিউড অভিনেত্রী হুমা কুরেশির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।