ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি একটি সাক্ষাৎকারে পশ্চিম এশিয়া ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা Israel-এর সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুক। তাঁর মতে, কুখ্যাত “বন্যতার আইন” (law of the jungle) আরম্ভ করেছে ইসরায়েল, যা শুধু ফিলিস্তিন নয়, সার্বিকভাবে মুসলিম ও পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে।
আরাগচি বলেন, কখনই মুসলিম ও আরব রাষ্ট্রগুলোর কয়েকটি বৈঠক মুখ্য উদ্দেশ্যে পৌঁছায়নি। তিনি বলছেন, ফিলিস্তিনি জনগণ এখন শব্দ-বক্তৃতার অপেক্ষায় নেই; খাবার, ওষুধ ও তারাতারি নিরবচ্ছিন্ন সহায়তা ও দৈনন্দিন জীবনের বুনিয়াদি প্রয়োজনীয়তা আদায়ে বাধাহীন প্রবাহ দরকার।
এছাড়া আরাগচি গত কয়েক মাসে ইসরায়েলের নানা অভ্যুত্থানমূলক কর্মকাণ্ডের উদাহরণ দেন—কাতারে হামাস নেতাদের বিরুদ্ধে বিমান হামলা, ইসরায়েলের গুপ্ত হত্যা অভিযানের স্মৃতি, সঙ্গে সন্নিহিত দেশগুলোর ভূখণ্ডে এ ধরনের মর্যাদাহীন হামলা ও নির্যাতন। তিনি সতর্ক করেছেন, এই সব কর্মকাণ্ড ‘লাল রেখার’ ওপর দিয়ে যাচ্ছে, যে রেখাগুলো সাধারণ নৈতিক, আইনি ও আঞ্চলিক সুরক্ষার ভিত্তি।
আরওতেন, আরাগচি বলেন, “বড় ইসরায়েল” (Greater Israel) প্রতিষ্ঠার প্রচেষ্টা শুধু ভূখণ্ড দখল নয়, এটি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্যের একটি স্বপ্ন, যা মুসলিম ও আরব বিশ্বের ঐতিহ্য ও স্বাধীনতার বিরুদ্ধে। তিনি দৃঢ়ভাবে দাবি করেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সময় নেই—দ্রুত পরিবর্তন ও সংগঠিত প্রতিরোধ প্রয়োজন।