শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

সোনা পাচারের দায়ে কন্নড় অভিনেত্রীর এক বছরের জেল

নিজস্ব প্রতিবেদক / ৪৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
Ranya Rao
রানিয়া রাও। ফাইল ছবি

সোনা পাচারে অভিযুক্ত কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে এক বছরের হাজতবাসের নির্দেশ দিল আদালত। বিদেশি মুদ্রা ও পাচারমূলক কার্যকলাপ দমন আইনে সোনা পাচারের দায়ে সাজা ঘোষণা করেছে আদালত। এই একবছরের মধ্যে কোনওরূপ জামিনে মুক্তি পাবেন না ৩২ বছর বয়সি অভিনেত্রী।

এর আগে গত ২০ মে নগর আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন রানিয়া রাও ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী, অভিযুক্ত তরুণ রাজু। কারণ ডিরেক্টরেট অফ রেভেনেই ইন্টেলিজেন্স তাঁদের বিরুদ্ধে সময়মতো চার্জশিট দাখিল করতে পারেনি। সেই সময়ে ২ লক্ষ টাকার বন্ড ও সিওরিটি মূল্যে দুজনেই জামিন পেলেও কফেপোসায় তাঁদের হেফাজতে থাকতে হয়েছিল। এই আইনে একবছর পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও চার্জ গঠন ছাড়াই হেফাজতে রাখা যায়। শুধুমাত্র পাচারমূলক কাজের সন্দেহে অভিযুক্তদের জেলে রাখতে পারার ক্ষমতা রয়েছে এই আইনে।

ত মার্চ মাসের গোড়ার দিকে সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার হন প্রখ্যাত কন্নড় অভিনেত্রী। বিশেষ সূত্রে খবর পেয়ে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে রানিয়া রাওকে। তাঁর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়। দুবাই থেকে আসা এমিরেটস বিমান সংস্থার একটি বিমান থেকে নামতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। অভিনেত্রীকে তল্লাশি চালিয়ে তাঁর গায়ে ও জামাকাপড়ের মধ্য থেকে সোনা উদ্ধার করা হয়। গ্রেফতারের পর কন্নড় অভিনেত্রীকে আর্থিক অপরাধ সংক্রান্ত আদালতে তোলা হয়। আদালত রানিয়া রাওকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। উল্লেখ্যরানিয়া কর্নাটকের ডিজিপি পদমর্যাদার এক আইপিএস অফিসারের কন্যা।

ডিআরআই বেশ কিছুদিন ধরেই রানিয়ার উপর রাখছিল। তাঁর ঘনঘন দুবাই যাওয়া-আসা নিয়ে অভিনেত্রীকে পাকড়াও করতে তক্কেতক্কে ছিলেন আধিকারিকরা। অফিসারদের সূত্রে জানা গিয়েছেঅভিনেত্রী অধিকাংশ সোনার গয়না যাতে খালি চোখে না দেখা যায়এমনভাবে শরীরের পোশাকে লুকিয়ে রেখেছিলেন। এবং সোনার বাঁটগুলি তাঁর বাক্সের পোশাকের ভাঁজে ভাঁজে রাখা ছিল।

৩২ বছরের রানিয়া রাও কর্নাটকের চিকমাগালুরের বাসিন্দা। সিনেমার পর্দায় আসার আগে রানিয়া বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। ২০১৪ সালে রানিয়া প্রথম সিনেমায় আসেন। কন্নড় ভাষার মানিক্য‘ ছবিতে অভিনয় দিয়ে তাঁর অভিনেত্রীর জীবন শুরু করেন। ওই ছবির পরিচালক ও অভিনেতা ছিলেন সুদীপ। কন্নড় ভাষা ছাড়াও ২০১৬ সালে তামিল ছবিতেও কাজ শুরু করেন রানিয়া। একটি রোমান্টিক ড্রামায় তিনি বিক্রম প্রভুর বিপরীতে অভিনয় করেন। তার পরের বছর ফের কন্নড় ছবি পটাকি‘ নামে একটি হাসির ছবিতে অভিনয় করেন।


এ জাতীয় আরো খবর...