মালয়ালম সুপারহিরো সিনেমা “লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র” এ বছর থিয়েটারে মুক্তি পেয়ে দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দুলকার সালমানের প্রযোজনায় নির্মিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন কায়লানি প্রিয়দর্শন। গল্পে দেখা যায় এক তরুণীর সুপারপাওয়ার আবিষ্কার, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়াই এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার যাত্রা।
সিনেমাটি থিয়েটারে ভালো ব্যবসা করার পর এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, নেটফ্লিক্সে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, সম্ভাব্যভাবে ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মুক্তি পেতে পারে ছবিটি। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পরিচালনা: ডোমিনিক অরুণ
প্রযোজনা: দুলকার সালমান
অভিনয়: কায়লানি প্রিয়দর্শন, টোভিনো থমাস, সানি ওয়েইন, নাসলেন, স্যান্ডি ও দুলকার সালমান
ঘরানা: সুপারহিরো, অ্যাকশন, ফ্যান্টাসি
দর্শকদের প্রত্যাশা, নেটফ্লিক্সে মুক্তির পর ছবিটি আন্তর্জাতিক দর্শকের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পাবে।