সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান সরকার

নিজস্ব প্রতিবেদক / ৩৯ বার
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। আজ শুক্রবার কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত ৩ সপ্তাহ স্থগিত থাকবে এই পরিষেবা, তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দও এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৩১ আগস্ট পর্যন্ত বেলুচিস্তান প্রদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

বেলুচিস্তানে সম্প্রতি অস্থিরতা বাড়ছেই। পরিসংখ্যান বলছে, গত ফেব্রুয়ারিতে পুরো পাকিস্তানে যে সংখ্যক সন্ত্রাসী হামলা হয়েছে, এর মধ্যে ৬২ শতাংশই বেলুচিস্তানে। এর মধ্যেই সম্প্রতি বেলুচিস্তানে দেশটির সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালায় বিদ্রোহীরা। এতে সেনাবাহিনীর একজন মেজরসহ ৩ জন নিহত হয়েছে। বুধবারের এই ঘটনায় পাল্টা অভিযানে নিহত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর ৪ সদস্য। এবার পুরো বেলুচিস্তানেই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিল সরকার।


এ জাতীয় আরো খবর...