শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

কাকে হারিয়ে কাঁদছেন নোরা ফতেহি

নিজস্ব প্রতিবেদক / ৯০ বার
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫
কাঁদতে কাঁদতে বিমানবন্দরে পৌঁছলেন নোরা ফতেহি

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সাধারণত তাকে হাসি-খুশি দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু এবার বিপরীত দৃশ্যে দেখা গেল। অশ্রুসিক্ত অবস্থায় দেখা গেছে এ তারকাকে।

পরনে কালো প্যান্ট ও কালো লম্বা হাতা জ্যাকেট। খোলা চুল, চোখে কালো রঙের সানগ্লাস আর হাতে একটি ব্যাগ। এমন বেশে মুম্বাই এয়ারপোর্টে গাড়ি থেকে নামেন। এ সময় চোখে সানগ্লাস থাকলেও তারই আড়ালে চোখ থেকে গড়িয়ে পানি পড়তে দেখা যায়। কান্না করতে করতেই এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে দেখা যায় নোরা ফাতেহিকে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (৬ জুলাই) এমন বেশে নোরা ফাতেহির এয়ারপোর্টে প্রবেশের সময় তার মুখের অভিব্যক্তি স্পষ্ট জানান দেয় যে, মন ভালো নেই তার। তাকে দেখে অনেকে ছবি তুলতেও আসেন। এক ভক্ত ছবি তুলতে আসলে তাকে সরিয়ে দেয় দেহরক্ষী। তার অভিব্যক্তিও স্পষ্ট জানান দেয় যে, মন ভালো নেই এই তারকার।

এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কী কারণে কান্না করছেন নোরা ফাতেহি? তার এ মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ অবশ্য জানা যায়নি। তবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করছেন―কাছের কোনো মানুষকে হারিয়েছেন এ তারকা।

এদিকে বিমানবন্দরে প্রবেশের কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় ইনস্ট্রাগ্রামে এক স্টোরিজে নোরা ফাতেহি লিখেছেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন’। সাধারণত ইসলাম ধর্ম অনুযায়ী এ ধর্মের কোনো মানুষের মৃত্যু হলে এটি বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সত্যিই কোনো প্রিয় মানুষকে হারালেন নোরা ফাতেহি। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি বলিউডের আইটেম গার্ল কিংবা তার পরিবার থেকে।


এ জাতীয় আরো খবর...