বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার জন্য অমিতাভের শুভকামনা

নিজস্ব প্রতিবেদক / ৩ বার
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

এ মুহূর্তে ঢালিউড অভিনেতা শাকিব খানের ‘সোলজার’ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। এর মাঝেই নতুন করে আলোচনায় এলেন ‘প্রিন্স’ সিনেমা নিয়ে। শাকিব খানের বহুল আলোচিত আসন্ন সিনেমা ‘প্রিন্স’ এবার পৌঁছে গেছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের কাছেও। সিনেমাটি দেখে শুভকামনা জানিয়েছেন কিংবদন্তি এ অভিনেতা।

মুম্বাইয়ে ‘প্রিন্স’-এর ডিওপি অমিত রায়ের মাধ্যমে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেন সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরীন সুলতানা। সেই সাক্ষাৎ হয়ে ওঠে তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

সাক্ষাতের পর ‘প্রিন্স’র টিম জানায়, শাহেনশাহ অমিতাভ বচ্চন সিনেমাটির জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের পক্ষ থেকে এক পোস্টে বলা হয়, ‘সম্মানের মুহূর্ত! ‘প্রিন্স’ টিম মুম্বাইয়ে কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে দেখা করার সৌভাগ্য অর্জন করেছে। তিনি সিনেমাটির জন্য আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ বিগ বি।

মুম্বাই থেকেই নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, বিগবি অমিতাভ বচ্চন স্যার একটি শুটিংয়ে ছিলেন। তার মধ্যে অমিত দাদার সঙ্গে আমরা গিয়েছিলাম। আমরা বাংলা সিনেমায় বড় কিছু করতে যাচ্ছি— এটি জানতেই তিনি খুব খুশি হয়েছেন। এমনকি শাকিব ভাই সম্পর্কেও জেনেছেন এবং আমাদের সঙ্গে বাংলাতেও কথা বলেছেন। তার অমূল্য সময় থেকে কয়েক মিনিট পাওয়া সত্যিই গর্বের।

‘প্রিন্স’ সিনেমাটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ব্যানারে। নির্মাতা বলেন, ডিসেম্বরের শুরুতেই শুরু হবে সিনেমার শুটিং, আর মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।

অমিতাভ বচ্চনের শুভকামনা পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এক নেটিজেনদের বলেছেন ‘নিশ্চয়ই ‘প্রিন্স’ হতে যাচ্ছে এমন এক সিনেমা, যা বদলে দেবে বাংলা চলচ্চিত্রের ধারা।’

এদিকে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। এ খবরে শাকিব ভক্ত ও সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। খবর যদি সত্যি হয়, তবে এটি বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে। তবে শোনা গেছে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটির কাজ চলছে জোরেশোরে।

প্রযোজনা সূত্রের ঘনিষ্ঠ একটি মহল জানিয়েছে, জ্যাকি শ্রফের অংশগ্রহণ নিয়ে নির্মাতা দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।


এ জাতীয় আরো খবর...